Khoborerchokh logo

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের মৃত্যু । 81 0

Khoborerchokh logo

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের মৃত্যু ।

মোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকে
 রংপুরের পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের এক সদস্যেও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গত ৮ অক্টোবর ভোররাতে রংপুর-বগুড়া মহাসড়কে বড়দরগাহ্ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশেই এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল মাসুদ রানা (২৪) বলে জানা যায়।
জানা যায়-অই সময় বড়দরগাহ্ হাইওয়ে পুলিশের পাশেই রংপুর-বগুড়া মহাসড়কে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে ,উক্ত বিকল ট্রাকটিকে নিরাপদে স্থানে সাইড করার জন্য কয়েকজন পুলিশ সদস্য ট্রাকের দু-পাশে দাড়িয়ে রংপুর-বগুড়াগামী অন্যান্য যানবাহনকে সিগন্যাল দেয়। এ সময় বগুড়া থেকে আসা রংপুর গামী একটি মিনি ট্রাক সিগন্যাল অমান্য করে ঐ পুলিশ সদস্যকে সাজোরে ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে উক্ত পুলিশ সদস্য গুরুতর জখম হয়। তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।  
বড়দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ উমর ফারুক জানায়- নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সমাপ্ত হলেই উর্ধতন কর্তৃপক্ষ সহ নিহতের লাশ গ্রামের বাড়ীতে নিয়ে গিয়ে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com